এই পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকা রোদ্দুর,
এমন আপন করে তোমাকে পাবো না।
…
হাতে রাখা হাত, কিছু অলীক রাত
জোছনা দেখবোনা হয়তো জীবন এটাই।
আমায় ডেকোনা ঘুড়ি শূণ্য লাটাই।
কোথাও থাকবো না, হয়তো জীবন এটাই
ফিরে আসবো না ঘুড়ি শূণ্য লাটাই।
কোথাও থাকবো না, আমি থাকবো না।